যুবককে গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে মো: শাকিল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের ইসলামিয়া বাজারে এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় শাকিলের ছোট ভাই শুভ (২৫) আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল ও তার ভাইসহ কয়েকজন বাজারের একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক যুবককে তুলে নেয়ার চেষ্টা করে। শাকিলসহ অন্যরা বাধা দিলে দুর্বৃত্তরা শাকিলকে গুলি করে এবং শুভকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে