চাটমোহরে যুবককে অপহরণের অভিযোগে ৩ জন গ্রেফতার
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সাহাপুর গ্রামের রবিউল ইসলাম (২৮) কে অপহরণের অভিযোগে তিনজনকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।আটককৃতদের বুধবার (৩০ এপ্রিল) পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে চাটমোহর থানায় একটি মামলা দায়ের হলে চাটমোহর থানা পুলিশ ও পাবনা ডিবি পুলিশ যৌথ অভিযানে তিনজনকে আটক সহ ভিকটিমকে উদ্ধার করে।
আটকৃতরা হল, পাবনা সদর উপজেলার পৈলানপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে শাহিদ সরকার (৪২), অনুপ কনকের ছেলে সিয়াম (১৯) ও মালিগাছা এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পাবনা জেলাতে প্রেরণ করা হয়েছে।
চাটমোহর থানা পুলিশ মামলার বরাত দিয়ে জানান, গত ২৮ শে এপ্রিল চাটমোহর থানার সাহাপুর এলাকার আনসার আলীর ছেলে রবিউলকে মোবাইল ফোনে ডেকে নেয় পাবনা সদর উপজেলার পৈলানপুর এলাকার জনৈক মহিলা। পরে ওই মহিলার বাড়িতে আগে থেকে ওৎ পেতে থাকা গ্রেফতারকৃত ব্যক্তিরা রবিউল ইসলাম ও জনৈক মহিলাকে বিবস্ত্র করে তাদের ভিডিও ধারণ করে। পরে রবিউলকে আটক রেখে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় ২৮ শে এপ্রিল মুক্তিপনের টাকা বাবদ ১০ হাজার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠানো হয় আসামিদের কাছে। পরের দিন ২৯ এপ্রিল চাটমোহর থানায় রবিউলের পরিবার একটি লিখিত অভিযোগ দিলে চাটমোহর থানা পুলিশ পাবনা ডিবির সহযোগিতায় এদিন রাতেই পাবনা সদর উপজেলার পৈলানপুর এলাকা থেকে রবিউলকে উদ্ধার করে ও তিন আসামিকে গ্রেফতার করে চাটমোহর থানায় নিয়ে আসেন। এ সময় ওই মহিলা সহ আরো একজন পালিয়ে যায়।
পরে আটককৃতদের পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।