প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে

প্রতিবন্ধী ছেলের যন্ত্রণা সইতে না পেরে মা সেতু থেকে ফেলে দিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। ছবিঃ সংগৃহীত
মাদারীপুরের শিবচর উপজেলায় এক মায়ের বিরুদ্ধে তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকায় হাজি শরীয়তুল্লাহ সেতুর ওপর এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছেলের নাম নাসির উদ্দিন, তিনি শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে। নাসির জন্ম থেকেই প্রতিবন্ধী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই রিজিয়া বেগম (৪৫) তার ৬ বছরের মেয়ে ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সেতুর রেলিংয়ের ওপর বসে ছিলেন। সন্ধ্যায় মানুষের চলাচল কমে গেলে তিনি ছেলেকে নদীতে ফেলে দেন। স্থানীয়রা বিষয়টি দেখে তাকে আটক করে এবং ৯৯৯-এ কল দেন। পরে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইমরান শিল্পীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিজিয়া বেগম ও তার মেয়েকে হেফাজতে নেয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, রিজিয়া বেগম স্বীকার করেছেন যে, প্রতিবন্ধী ছেলের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি এ কাজ করেছেন। তিনি বলেন, 'মহিলা একজন ভিক্ষুক। জানতে পেরেছি, ১৫ বছর বয়সী ছেলেটি জন্ম থেকেই প্রতিবন্ধী।' পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে এবং নিখোঁজ ছেলেটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়রা মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় সমাজে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।