সাবেক ছাত্রলীগ নেতা তানিম গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা মনিরুল ইসলাম তানিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। তানিম ভাটগাঁও গ্রামের বাসিন্দা এবং রবিরবাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম সিকনের ছেলে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তানিমের বিরুদ্ধে কুলাউড়া থানায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করা হবে।”
উল্লেখ্য, কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় ছাত্রলীগের একাধিক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগে, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ এবং সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই মামলায় এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।