গ্রেপ্তার হলেন ফেনী জেলা আ. লীগের আইন সম্পাদক শাহজাহান
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।
তিনি জানান, আন্দোলন চলাকালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা একাধিক মামলায় অ্যাডভোকেট সাজুর নাম রয়েছে, এবং এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।