সুন্দরবনে চোরা শিকারিদের ৬০০ হরিণের ফাঁদ ও দুটি নৌকা জব্দ
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনকর্মীরা চোরা শিকারিদের ফাঁদ অপসারণে অভিযান চালিয়ে মোট ৬০০টি হরিণ শিকারের ফাঁদ সরিয়ে নিয়েছে। একইসঙ্গে তারা শিকারিদের ফেলে যাওয়া দুইটি নৌকাও জব্দ করেছে।
মঙ্গলবার (৬ মে) বিকেলে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের অধীন টাটের খাল এলাকা থেকে এসব ফাঁদ ও নৌকা উদ্ধার করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সাতক্ষীরা রেঞ্জে নিয়মিত টহলের অংশ হিসেবে ওইদিন দুপুরে টহল দলের সদস্যরা টাটের খাল এলাকায় গেলে চোরা শিকারিরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত নৌকা ও হরিণ শিকারের ফাঁদ ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বনকর্মীরা সেখান থেকে দুটি নৌকা ও ৬০০টি হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ উদ্ধার করেন।
এএফএম