"নির্মমতার চরম রূপ, চলন্ত ট্রেনের ছাদ থেকে শিক্ষার্থীকে ছুড়ে ফেলল ছিনতাইকারীরা"
চলন্ত ট্রেন থেকে ফেলে দিল ছিনতাইকারীরা, রাজধানীতে গুরুতর আহত এক শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে এক শিক্ষার্থীকে ছিনতাইকারীরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম আফতাব আহমেদ আবির (২০)। তিনি উত্তরা ইউনাইটেড কলেজ থেকে ইন্টারমেডিয়েট পাস করেছেন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
আবিরের বাবা আলাউদ্দিন আল আজাদ জানান, মঙ্গলবার রাতে দক্ষিণখানের আশকোনায় নিজ বাসা থেকে ট্রেনে ছাদে উঠে গোপীবাগে নানা ও চাচার বাসায় যাচ্ছিলেন তার ছেলে। পথিমধ্যে ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনের ছাদে থাকা অবস্থায় ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইকারীরা তাকে মারধর করে সঙ্গে থাকা ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং এরপর চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।
পথচারীরা আহত অবস্থায় আবিরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আবিরের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন।
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)