পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়েছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি জানিয়েছেন, এই অঞ্চলের জনগণ যুদ্ধ চায় না, তবে উত্তেজনা প্রশমনে প্রথম পদক্ষেপ নিতে হবে ইসলামাবাদকেই।

বুধবার (৭ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে ওমর আবদুল্লাহর এই বক্তব্য তুলে ধরেছে।

কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে ভারত ‘সঠিক পদ্ধতিতে উপযুক্ত পদক্ষেপ’ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “শুধু পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতেই হামলা হয়েছে, কোনো সামরিক বা বেসামরিক স্থাপনাকে টার্গেট করা হয়নি।” অথচ পাকিস্তান পাল্টা হামলায় বেসামরিক এলাকাকেই লক্ষ্যবস্তু করেছে বলে অভিযোগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন,
“আমরা চাই না দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ হোক। তবে বন্দুকের নল নামিয়ে আনার দায়িত্ব এখন ইসলামাবাদের।"

জনগণের উদ্দেশে বার্তা

কাশ্মীরবাসীর উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং এখনই কেউ ঘরবাড়ি ছেড়ে যাওয়ার প্রয়োজনও নেই।
তিনি আশ্বস্ত করে জানান, “সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে।”

বিশ্লেষকদের মতে, ওমর আবদুল্লাহ তার বক্তব্যে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের গোলাবর্ষণের ঘটনাকেই ইঙ্গিত করেছেন, যেখানে বেসামরিক মানুষের হতাহতের অভিযোগ উঠেছে।