মির্জাগঞ্জে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা নারীর অভিযোগে তোলপাড়

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত শ্রীনগর গ্রামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বিধবা নারীর (৩০) পক্ষ থেকে। অভিযুক্ত ব্যক্তি হলেন একই এলাকার গোলাম সরোয়ার (৪০)। ভুক্তভোগী নারী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন।

প্রেমের সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক

ভুক্তভোগীর ভাষ্য, প্রায় দুই মাস আগে একটি যানবাহনে গোলাম সরোয়ারের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের পর সরোয়ার তার ফোন নম্বর নেন এবং একপর্যায়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, সরোয়ার নিয়মিত তার বাড়িতে রাত যাপন করতেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন।

নারীটি জানান, “গত ৫ মে সরোয়ার আমাকে তার বাড়িতে ডেকে নেন বিয়ের কথা বলে। কিন্তু সেখানে গিয়ে দেখি তিনি পালিয়ে গেছেন। আমি এখন দুই দিন ধরে তার বাড়িতে অবস্থান করছি। এ সময় তার পরিবারের সদস্যরা আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন।”

তিনি আরও বলেন, “আমি বর্তমানে অন্তঃসত্ত্বা। সমাজে এখন কীভাবে মুখ দেখাব? এমন পরিস্থিতিতে ৯৯৯-এ ফোন করেও কোনো সহায়তা পাইনি।”

পারিবারিক ও প্রশাসনিক প্রতিক্রিয়া

অভিযুক্তের বাবা শাহ আলম মল্লিক জানান, “আমার ছেলের যদি বিয়ে করার ইচ্ছা থাকে, তাহলে আমার কোনো আপত্তি নেই।”

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সামাজিক প্রতিক্রিয়া

ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।