ভ্যানচালকের শরীর থেকে উদ্ধার হলো অর্ধকোটি টাকার স্বর্ণ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নবদূর্গাপুর গ্রামের ইসহাক মণ্ডলের ছেলে আলমগীর হোসেন (৪৮) নামে এক ভ্যানচালককে ৩৪৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করেন। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত ইউনিয়নের কাছে আলমগীরকে তার ভ্যানসহ আটক করা হয়। এরপর জীবননগর বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি চালালে তার শরীরে স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।