বিআরটিএ অফিসে দুদকের অভিযান, চার দালাল আটক

সংগৃহীত

দুদক বুধবার (৭ মে) রাজবাড়ী বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছে। ফরিদপুর অঞ্চলের দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়, যেখানে ৪ জন দালালকে আটক করা হয়। আটককৃতরা হলেন আশিক খান, আকরামুজ্জামান (সিল কন্ট্রাক্টর), লিয়াকত আলী এবং মুনসুর আলী। আশিক খানের কাছ থেকে ৩৩ হাজার ১০০ টাকা, আকরামুজ্জামানের কাছ থেকে ২৫ হাজার ৮০ টাকা এবং লিয়াকত আলীর কাছ থেকে ১৪ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়। মুনসুর আলীকে গ্রাহকদের কাছ থেকে বড় অঙ্কের ঘুষ দাবি করার অভিযোগে আটক করা হয়েছে।

দুদক জানায়, এই চক্রটি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় (লিখিত, মৌখিক এবং ব্যবহারিক) পাস করিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায় করছিল। প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

সহকারী পরিচালক মো. মোস্তাফিজ বলেন, এটি সারাদেশব্যাপী চলমান অভিযানের অংশ এবং রাজবাড়ী বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের টিম অনিয়মের প্রমাণ পেয়েছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে এসব সত্যতা নিশ্চিত হয়েছে।

দুদক আরও জানিয়েছে, অভিযুক্তদের সম্পর্কিত বিআরটিএ-এর প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে। কাগজপত্র বিশ্লেষণ করার পর কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।