সাভারে বাবাকে কুপিয়ে হত্যা, নিজেই ৯৯৯-এ ফোন করে জানালেন মেয়ে
সাভারে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) ভোরে সাভার পৌর এলাকার মজিদপুরে ‘নূর মোহাম্মদ ভিলা’ নামক পাঁচতলা ভবনের পঞ্চম তলায় ৫৫ বছর বয়সী আব্দুর সাত্তার নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
হত্যাকাণ্ডের পর তার ২৩ বছর বয়সী মেয়ে জান্নাত জাহান শিফা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বলেন, “আমি আমার বাবাকে হত্যা করেছি, আমাকে ধরে নিয়ে যান।” পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাত্তারের লাশ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সাত্তার ২০২২ সালে তার মেয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন, যা বর্তমানে বিচারাধীন। এই মামলার পর থেকে বাবা-মেয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। বুধবার রাতে জান্নাত তার বাবাকে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান এবং পরে ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করেন।
সাভার মডেল থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে এবং জান্নাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই ঘটনা একটি পারিবারিক ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত হচ্ছে, যেখানে দীর্ঘদিনের মানসিক চাপ এবং আইনি জটিলতার কারণে এমন মর্মান্তিক পরিণতি ঘটেছে।