৫১ কোটি টাকার অবৈধ সম্পদ; সাবেক এমপি মামুনুর রশীদ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ছবি: সংগৃহীত

৫১ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২১১ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ মে) তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামুনুর রশীদ পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার ও অসৎ উদ্দেশ্যে ৪৯ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৯৯৬ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ভোগদখলে রেখেছেন। এছাড়া তার ও তার প্রতিষ্ঠানের নামে ২২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২১১ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ২৪১ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে অপর মামলায় তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫৪৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় তার সঙ্গে স্বামী মামুনুর রশীদ কিরণকেও আসামি করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।