মিরপুরে দুই বোনকে নৃশংসভাবে হত্যা: পারিবারিক কলহের জেরে সন্দেহ
রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যা করা হয়েছে। জানা গেছে, তাদেরকে ছুরিকাঘাত ও শিল-পাটার আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। শুক্রবার রাত ৯টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত দুই বোনের নাম মরিয়ম বেগম (৬০) ও সুফিয়া বেগম (৫২)। মরিয়ম বেগমের স্বামী কাজি আল্লাউদ্দিন বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মকর্তা। সুফিয়া বেগম অবিবাহিত ছিলেন এবং তিনি বড় বোনের সঙ্গেই থাকতেন।
মিরপুর থানার পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মরিয়ম বেগম তার পরিবারের সঙ্গে পশ্চিম শেওড়াপাড়ার একটি ভবনের দোতলায় বসবাস করতেন। তার ছোট বোন সুফিয়া অবিবাহিত হওয়ায় তিনি মরিয়মের সঙ্গেই থাকতেন। শুক্রবার সকালে মরিয়মের একমাত্র মেয়ে নুসরাত জাহান (ডাকনাম বৃষ্টি) তার মা ও খালাকে বাসায় রেখে গুলশানে নিজ কর্মস্থলে যান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একই দিনে মরিয়মের স্বামী কাজি আল্লাউদ্দিন ব্যক্তিগত কাজে বরিশালের বাবুগঞ্জে যান।
রাত ৮টার দিকে নুসরাত বাসায় ফিরে দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে তিনি বাসায় ঢুকে দেখেন, তার মা ডাইনিং রুমের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং খালা শোবার ঘরের মেঝেতে নিথর অবস্থায় রয়েছেন। নুসরাতের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দ্রুত মিরপুর থানায় খবর দেন।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানান, ঘটনার সময় মরিয়মের স্বামী বরিশালে ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতদের একজনের মাথায় শিল-পাটার আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত চালিয়ে যাচ্ছে।