কুড়িগ্রামে গ্রাম্য সালিশে গৃহবধূর চুল কেটে দিল মাতব্বররা, ধর্ষণের অভিযোগ

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উত্তর সাদুল্যা রসুলপুর গ্রামে ৬ মে রাতে একটি গ্রাম্য সালিশ বৈঠকে এক নারীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, ওই নারীর দেবর তার ভাবিকে ধর্ষণ করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিওটি তার স্ত্রী দেখে ফেললে বিষয়টি প্রকাশ পায় এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মাইদুল ইসলামের নেতৃত্বে সালিশ বসে।

সালিশে পাঁচ সদস্যের জুড়ি বোর্ড গঠন করা হয়, যারা সিদ্ধান্ত নেয় ধর্ষণের শিকার নারীকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ও মাথার চুল কেটে দেওয়ার। অপরদিকে, অভিযুক্ত পুরুষকে ২০ বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয় ।

ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, তাকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়ে মাতব্বররা অন্যায়ভাবে তার চুল কেটে দিয়ে সমাজে হেয় করেছেন। তিনি সঠিক বিচার দাবি করেছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হবে ।

জাস্ট ইন