পারিবারিক কলহ চরম রূপ নিল, ভৈরবে ভগ্নিপতির শাবলের আঘাতে শ্যালকের মৃত্যু

ভৈরবে ভগ্নিপতির শাবলের আঘাতে কিশোরের মৃত্যু, আহত বড় ভাই হাসপাতালে


কিশোর রাকিব (১৪) ভগ্নিপতির শাবলের আঘাতে প্রাণ হারিয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার বড় ভাই জিসান (১৮)। পারিবারিক কলহের জেরে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত রাকিব মানিকদি গ্রামের শামসু মিয়ার ছেলে। অভিযুক্ত ভগ্নিপতি ফারুক মিয়া একই গ্রামের হাসেম বেপারির ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফারুক মিয়া ঘর থেকে শাবল এনে তার শ্যালক রাকিবের মাথায় আঘাত করে। এতে রাকিব গুরুতর আহত হয়। ভাইকে বাঁচাতে এলে বড় ভাই জিসানকেও মারধর করে ফারুক। তাদের দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


সেখানকার চিকিৎসকরা রাকিবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহতের চাচা সেন্টু মিয়া বলেন, “আমি রাতে বাড়িতে ছিলাম না। ফিরে এসে দেখি দুই ভাতিজা রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে আছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাই। পরে রাকিবকে ঢাকায় পাঠানো হলে সকালে তার মৃত্যু হয়।”

 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত ফারুক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।