বঙ্গোপসাগরে নিষিদ্ধ সময়ে মাছ শিকার: ১১টি ফিশিং ট্রলারসহ ১২০ জেলে আটক
নিষিদ্ধ সময়ে সমুদ্রে মাছ আহরণের অভিযোগে ১১টি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী। শুক্রবার রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলীয় এলাকায় টহল পরিচালনার সময় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ একটি মাছ ধরার নৌকা আটক করে।
তল্লাশির সময় নৌকাগুলো থেকে ৪ লাখ ৫০ হাজার মিটার ক্ষতিকর অবৈধ ইলিশ জাল, ১২০০ মিটার অন্যান্য জাল এবং ২ হাজার কেজি মাছ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৭১ লাখ টাকা।
মাছ ধরার নৌকাগুলোতে থাকা ১২০ জন জেলেকেও আটক করা হয়। পরে জব্দ করা নৌকা, মাছ, জালসহ জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের মহেশখালী স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনীর মিডিয়া বিভাগের তথ্য অনুযায়ী, জাটকা নিধন প্রতিরোধ ও ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফলভাবে বাস্তবায়নে নৌবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। চলমান অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৭২ কোটি ৪৮ লাখ ৪২ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।