রিজার্ভ বাড়ল ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার

রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী (বিপিএম৬) আজ বুধবার (৩০ এপ্রিল) দেশের রিজার্ভ ছিল ২ হাজার ২০৫ কোটি বা ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। গত মার্চ শেষে এ রিজার্ভের পরিমাণ ছিল ২০ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের ঘরে। সে হিসাবে এপ্রিলে প্রায় ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান জানান, ‘অতীতের এলসি দায় ও বকেয়া পরিশোধের পরও এপ্রিল শেষে দেশের রিজার্ভ ভালো অবস্থানে উন্নীত হয়েছে। বিপিএম৬ অনুযায়ী আমাদের রিজার্ভ এখন ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবায়নে গ্রস রিজার্ভ ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারের বেশি। আশা করছি, রিজার্ভের এ উন্নতি আগামীতেও অব্যাহত থাকবে।’

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানান, চলতি মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর মাধ্যমে নিষ্পত্তি হওয়া আমদানি বিল পরিশোধ করা হবে। মার্চ ও এপ্রিল মাসের আকুর বিল হবে প্রায় দেড় বিলিয়ন ডলার। সে হিসাবে আগামী সপ্তাহে রিজার্ভ থেকে এক ধাক্কায় দেড় বিলিয়ন ডলার কমে যাবে। তবে রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত থাকায় দ্রুতই তা ২২ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে।