এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ডলার
চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে বৈধপথে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ২৭ হাজার ৭০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম ২৬ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৯৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।
গত মার্চ মাসে দেশে রেকর্ড ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের নতুন রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২২ দশমিক ০৫ বিলিয়ন ডলার।
বিশ্লেষকরা মনে করছেন, সরকারের অর্থপাচার রোধে কঠোর অবস্থান এবং প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করায় বৈধপথে রেমিট্যান্স আহরণ বেড়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পাচ্ছে, যা সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক।