বিজিএমইএ নির্বাচন ২০২৫-২০২৭: ফোরাম প্যানেলের প্রার্থীর তালিকা প্রকাশ
আসন্ন বিজিএমইএ নির্বাচনকে কেন্দ্র করে ফোরাম প্যানেল তাদের ৩৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। ২০২৫-২০২৭ মেয়াদে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এই প্রার্থীরা মনোনীত হয়েছেন।
ফোরামের নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের দল দায়িত্বশীল নেতৃত্ব, টেকসই শিল্পের অগ্রগতি এবং স্বচ্ছ ব্যবস্থাপনায় বিশ্বাসী। প্রার্থীরা দেশের বিভিন্ন অঞ্চল, গার্মেন্টস শিল্পের ভিন্ন আকার ও ধরণকে প্রতিনিধিত্ব করছেন। তারা রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের কল্যাণ ও নীতিগত সংস্কারে নিজেদের কার্যকর ভূমিকা প্রমাণ করেছেন।
ঢাকা অঞ্চল থেকে মনোনীত প্রার্থীরা হলেন— মাহমুদ হাসান খান (বাবু), মোহাম্মদ আবদুস সালাম, কাজী মিজানুর রহমান (পিন্টু), মো. শিহাব উদ্দোজা চৌধুরী, ইনামুল হক খান (বাবলু), মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ সোহেল, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, ভিদিয়া অমৃত খান, মোহাম্মদ আব্দুর রহিম (ফিরোজ), শাহ্ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, মোহাম্মদ হোসনে কমার আলম, এ.বি.এম. সামছুদ্দিন, নাফিস উদ দৌলা, মিসেস সুমাইয়া ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, মজুমদার আরিফুর রহমান, মোজাম্মেল হক ভূঁইয়া, ফাহিমা আক্তার, আসেফ কামাল পাশা, ড. রশিদ আহমেদ হোসাইনী, রুমানা রশীদ, সামিহা আজিম, মো. রেজোয়ান সেলিম এবং ফয়সাল সামাদ।
চট্টগ্রাম অঞ্চল থেকে মনোনীত প্রার্থীরা হলেন— সেলিম রহমান, মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর, মোহাম্মদ রফিক চৌধুরী, মো. এম. মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, এনামুল আজিজ চৌধুরী, মো. এমদাদুল হক চৌধুরী, মীর্জা মো. আকবর আলী চৌধুরী এবং রিয়াজ ওয়াইজ।
উল্লেখযোগ্যভাবে, এবারের বিজিএমইএ নির্বাচন পূর্বের মতো বিজিএমইএ ভবনে নয়; বরং ঢাকা ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ২৮ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ফোরাম ও সম্মিলিত পরিষদের উভয় পক্ষ এখন জোর প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।
এএফএম