"শিক্ষার্থীদের কল্যাণে চাকসুর গঠনতন্ত্র সংস্কারের দাবি ক্লাব অ্যালায়েন্সের"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব ‘ক্লাব অ্যালায়েন্স’-এর
বিশেষ প্রতিনিধি, চবি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংস্কারে প্রস্তাবনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৪০টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘ক্লাব অ্যালায়েন্স’।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা উপস্থাপন করেন অ্যালায়েন্সের প্রতিনিধিরা। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সাজ্জাদ হোসেন, মো. মোজ্জাম্মেল, রাজিউর রহমান আরিফ এবং ইউশা জামান তুর্যসহ অন্যান্য সদস্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্ববর্তী গঠনতন্ত্রে ত্রিশটিরও বেশি গুরুত্বপূর্ণ সংশোধন এনে একটি নতুন প্রস্তাবনা তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, কার্যনির্বাহী পরিষদে যুক্ত করা হয়েছে ১১টি নতুন পদ।
নতুন প্রস্তাবিত পদগুলো হলো:
-
সহকারী সাধারণ সম্পাদক (পুরুষ)
-
সহকারী সাধারণ সম্পাদক (নারী)
-
ক্রীড়া সম্পাদক (পুরুষ)
-
ক্রীড়া সম্পাদক (নারী)
-
দপ্তর সম্পাদক
-
জাতিগত সত্তা ও নৃগোষ্ঠী সম্পাদক
-
ক্যারিয়ার ও পেশাগত উন্নয়ন সম্পাদক
-
প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক
-
স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সম্পাদক
-
উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক
-
পরিবেশ সম্পাদক
-
পরিবহণ ও আবাসন সম্পাদক
ক্লাব অ্যালায়েন্স দাবি করেছে, চাকসুর সভাপতির পদাধিকারবলে উপাচার্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ হ্রাস করতে প্রয়োজনীয় সংস্কার জরুরি। তারা মনে করেন, ছাত্রদের অংশগ্রহণমূলক নেতৃত্ব নিশ্চিত করতে সাংগঠনিক কাঠামোয় ভারসাম্য প্রয়োজন।
এর আগে, ছাত্রশিবিরও চাকসুর গঠনতন্ত্র সংস্কারের একটি প্রস্তাবনা দেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চাকসু নির্বাচন বন্ধ রয়েছে। এই প্রস্তাবনাগুলোর মাধ্যমে আবারও বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।