মার্ভেলের নতুন হিরো শাহরুখ খান? গুঞ্জনে সরগরম বলিউড
বলিউডের কিং খান শাহরুখ খান এবার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (MCU) পা রাখতে চলেছেন—এমন গুঞ্জনে মুখরিত বিনোদন দুনিয়া। জনপ্রিয় এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট @MarvelLeaks22 সম্প্রতি একটি পোস্টে দাবি করেছে, শাহরুখ খান মার্ভেল স্টুডিওর সঙ্গে একটি নতুন প্রজেক্ট নিয়ে প্রাথমিক আলোচনা করছেন। তবে স্পষ্ট করে জানানো হয়েছে, এই প্রজেক্টটি 'অ্যাভেঞ্জার্স: ডুমস ডে' নয় ।
এই গুঞ্জনের পর থেকেই শাহরুখ ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তবে এখনও পর্যন্ত শাহরুখ খান বা মার্ভেল স্টুডিওর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ।
মার্ভেল দুনিয়ায় শাহরুখ খানের জনপ্রিয়তা নতুন কিছু নয়। 'ক্যাপ্টেন আমেরিকা'খ্যাত অভিনেতা অ্যান্টনি ম্যাকি এক সাক্ষাৎকারে শাহরুখকে 'দ্য ড্যাম বেস্ট' বলে অভিহিত করেছেন এবং তাকে অ্যাভেঞ্জার হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন । এছাড়া, 'ডক্টর স্ট্রেঞ্জ' অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচও শাহরুখের অভিনয়ের প্রশংসা করেছেন ।
এমনকি, মার্ভেলের 'মিস মার্ভেল' সিরিজে শাহরুখের নাম উল্লেখ করা হয়েছে, এবং 'ডেডপুল ২' ছবিতে তার 'স্বদেশ' সিনেমার গান ব্যবহার করা হয়েছে । যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে শাহরুখ হবেন ফারহান আখতার, হরিশ প্যাটেল ও মোহন কাপুরের পর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে অংশ নেওয়া চতুর্থ ভারতীয় অভিনেতা।
শাহরুখ খান বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং' ছবির প্রস্তুতিতে ব্যস্ত, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন সুহানা খান ও অভিষেক বচ্চন ।
মার্ভেল স্টুডিওর সঙ্গে শাহরুখ খানের এই সম্ভাব্য সহযোগিতা নিয়ে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আশা করা যায়, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।