দরজায় কড়া নাড়ালেন মাইকেল জ্যাকসন, দেখামাত্র কী করলেন অমিতাভ বচ্চন!

এক জন ‘কিং অফ পপ’, অন্য জন ভারতীয় সিনেমার ‘শাহেনশাহ’। দু’জনের নাম ও যশের অভাব নেই। বয়সের ফারাক অনেকখানি। এক জন মাইকেল জ্যাকসন, অপর জন অমিতাভ বচ্চন। বয়সে মাইকেল অমিতাভের চেয়ে অনেকটাই ছোট, কিন্তু তাঁর খ্যাতি-প্রতিপত্তি যে জগৎজোড়া। অমিতাভ নিজে তাঁর অনুরাগী। এক বার অমিতাভের দরজা কড়া নাড়েন মাইকেল। দরজা খুলে তারকাকে দেখে মূর্ছা যাওয়ার জোগাড় হয়েছিল অমিতাভ।

বেশ কয়েক বছর আগে এক বার নিউ ইয়র্কে গিয়েছিলেন অমিতাভ। অন্য দিকে জ্যাকসনেরও অনুষ্ঠান ছিল সেখানে। একই হোটেলে থাকছিলেন দু’জনে। অনুষ্ঠান শেষে নিজের ঘর ভেবে সোজা অমিতাভের ঘরের দরজায় কড়া নাড়েন তিনি। দেখে প্রায় আত্মহারা অমিতাভ। শিল্পী হিসেবে অগাধ সম্মান জ্যাকসনের প্রতি। তাঁর নাচ থেকে গান— সব কিছুর অনুরাগী অভিনেতা।

মানুষ মাইকেল প্রসঙ্গে অভিনেতা বলেন, “নিউ ইয়র্কে একই হোটেলে আমরা ছিলাম। এক রাতে জ্যাকসন ভুলবশত আমার ঘরে কড়া নাড়েন। দরজা খুলে তাঁকে দেখেই আমার জ্ঞান হারানোর দশা! ভুল বুঝতেই অন্য ঘরে চলে যান।” তবে এখানেই শেষ নয়। এর পর এক কর্মীকে জ্যাকসন পাঠান অমিতাভের ঘরে। যাঁর ঘরে ভুল করে ঢুকে পড়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে চান বলে।

অমিতাভ বলেন, “আমরা বসে কথা বলি অনেক ক্ষণ। আসাধারণ মানুষ। বিন্দুমাত্র অহঙ্কার নেই তাঁর। এবং শিল্পী হিসেবে অতুলনীয়।’’