‘খাকি’র সাফল্যের পর বড় সিদ্ধান্ত জিতের! নতুন হিন্দি ছবিতে নায়ক?

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজ়ে অভিনেতা জিৎকে দেখার পর থেকেই অনুরাগীদের আশা অনেকটাই বেড়ে গিয়েছে। তার পর থেকে দর্শকের মনে প্রশ্ন তবে কি নায়ক এ বার মুম্বইয়ে কাজ করবেন? টলিপাড়ার অনেক অভিনেতাই বলিউড পরিচালকদের পছন্দের প্রথম সারিতে আছেন। নাম উল্লেখ করতে চাইলে চলে আসে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তের কথা। তবে কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে জিতের নাম? ‘খাকি’র সাফল্যের পর নাকি নায়কের কাছে এসেছে মুম্বইয়ে অনেকগুলো নতুন চরিত্রে কাজ করার সুযোগ।

কেরিয়ারের শুরুর দিকে মুম্বইয়ে অনেক দিন ছিলেন তিনি। বলিউডের নায়ক হওয়ার স্বপ্ন নিয়েই কলকাতা ছেড়েছিলেন জিৎ। যদিও সে সময় সাফল্য আসেনি। কর্মজীবনে আসে নানা বাধা। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গিয়েছে। তিনি এখন টলিউডের সফল নায়ক এবং প্রযোজক।