আমি তো এমনিই স্লিভলেস পোশাক পরি

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা প্রায়ই নানা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। ভুয়া অ্যাকাউন্ট ও পেজের কারণে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। মাঝে মাঝেই ভুয়া ফ্যান পেজ থেকে তারকাদের নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দেয়া হয়, এবং প্রতারণার অভিযোগও ওঠে। এবার এমন একটি পরিস্থিতির শিকার হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

 

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শবনম ফারিয়া লিখেছেন, ‘এবার এক গণ্ডার বড় ভাই এই আপার (পোস্টে উল্লেখ করা একটি ছবি) ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছেন। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এতো কষ্ট করে এডিট করে!’

 

অভিনেত্রী আরও লেখেন, ‘আমি তো এমনিই স্লিভলেস পোশাক পরি। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগলে ওনাদের হতাশা দেখে মাঝে মাঝে আমার মন চায়, এমন কিছু ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমিয়ে দেবার আপ্রাণ চেষ্টা করব।’

 

ফারিয়ার পোস্টে নেটিজেনরা নানান মন্তব্য করছেন এবং ফারিয়াও সেসবের উত্তর মজার ছলে দিচ্ছেন।