নারীদের বিশেষ বার্তা দিলেন পিয়া জান্নাতুল

নারীদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিশেষ বার্তা দিয়েছেন জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। সেই সঙ্গে পিছিয়ে পড়া নারীদের সঠিক পথের দিশাও দেখিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ মে) পিয়া আর ভেরিফাইড ফেসবুক পেজে ৪টি ছবি আপলোড করেন। ছবিতে কালো পোশাকে প্রাণবন্ত রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

 
ক্যাপশনে লেখেন,  ‘বোন, ঈর্ষান্বিত না হয়ে নিজের উন্নতি কর। আলো ছড়াও এবং নিজের জন্য দৃশ্যমান হও। তোমার প্রকৃত লড়াইটা সেই নারীর সঙ্গে, যেটা তুমি গতকাল ছিলে। নিজের পথে থাক, নিজেকে আরও উন্নত করো এবং এগিয়ে যেতে থাকো।’
২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ হয়ে শোবিজে কাজ শুরু করেন পিয়া। অভিনয়, মডেল হিসেবে কাজ করার পাশাপাশি ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন।
বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন পিয়া। সেই সঙ্গে নাটক, সিনেমায় কাজ করছেন। উপস্থাপনাতেও দর্শকমহলে প্রশংসিত হয়েছেন গুণী এ অভিনেত্রী।