"ফাওয়াদ খানের তীব্র প্রতিক্রিয়া, ভারতের হামলাকে 'লজ্জাজনক' আখ্যা"
ফের নিষেধাজ্ঞার মুখে ফাওয়াদ খানের ছবি, ভারতীয় হামলার নিন্দা পাক তারকাদের
উরি হামলার পর বলিউডে পাকিস্তানি শিল্পীদের ওপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, তার রেশ দীর্ঘদিন টেনে নিয়ে যায় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। সে সময় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা ফাওয়াদ খান-কে নিষিদ্ধ করা হয়। দীর্ঘ নয় বছর পর সেই নিষেধাজ্ঞা উঠলেও ফের বন্ধ হয়ে গেল তার নতুন ছবি ‘আবির গুলাল’-এর মুক্তি।
নতুন করে উত্তেজনার সূত্রপাত ঘটে কাশ্মিরের পেহেলগামে হামলার পর। ওই ঘটনার জের ধরে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামক একটি অভিযান চালিয়ে পাকিস্তানে আক্রমণ করে। এরপরই বলিউডে পাক অভিনেতাদের অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।
ভারতের এই সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছেন ফাওয়াদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি লিখেছেন—
‘এই লজ্জাজনক হামলায় যারা আহত ও নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। নিহতদের আত্মার শান্তি কামনা করি। এই দুঃসময়ে আল্লাহ তাদের স্বজনদের ধৈর্য দান করুন।’
তিনি আরও লেখেন—
‘আমি সকলের প্রতি অনুরোধ জানাই—এই উত্তপ্ত পরিবেশে যেন কেউ এমন কোনো মন্তব্য না করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আল্লাহর রহমতে সুবুদ্ধি ও শান্তি ফিরে আসুক। ইনশাআল্লাহ! পাকিস্তান জিন্দাবাদ।’
ফাওয়াদ খানের পাশাপাশি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান, হানিয়া আমির এবং মাওরা হোসেন—যারা অতীতেও বলিউডে কাজ করেছেন, তারাও প্রকাশ্যে ভারতের এই হামলার প্রতিবাদ জানিয়েছেন।
এই ঘটনাপ্রবাহের মধ্যেই ভারতে আবারও পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।