ছবি: সংগৃহীত

এজেএফবি অ্যাওয়ার্ড: শ্রেষ্ঠ নায়কের সম্মাননা পাচ্ছেন শাকিব খান, শাবনুরকে বিশেষ সম্মাননা

বিনোদন প্রতিবেদক:

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরকে সম্মানিত করতে যাচ্ছে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)।

সংগঠনটির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খানকে শ্রেষ্ঠ নায়ক ও শাবনুরকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে বলে জানিয়েছেন এজেএফবি সভাপতি ফারুক হোসেন মজুমদার।

আগামী শনিবার (১৭ মে) রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই আয়োজনে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নৃত্য, মডেলিং, কনটেন্ট ক্রিয়েশন, সাংবাদিকতা, নারী উদ্যোক্তা ও ফ্যাশন জগতের উল্লেখযোগ্য ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এছাড়া, এ বছর সেরা নায়ক বিভাগে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক নিরব। অভিনেত্রীদের মধ্যে রয়েছেন শবনম বুবলি, নুসরাত ফারিয়া, সাদিয়া জাহান প্রভা, সামিরা খান মাহি ও তানজিন তিশা। সেরা সংগীত শিল্পী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন আসিফ আকবর, বেলাল খান, মুন সুর, ইথুন বাবু, এস আই সুমন, সুমি সবনম ও আতিয়া আনিসা।

এজেএফবি সভাপতি ফারুক হোসেন মজুমদার বলেন, "প্রতিবারের মতো এবারও আমরা বিনোদন অঙ্গনের নানামুখী অবদানকে সম্মান জানাতে এই আয়োজন করেছি। মেগাস্টার শাকিব খান ও শাবনুরের মতো কিংবদন্তিদের সম্মানিত করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।"

উল্লেখ্য, এজেএফবি প্রতিবছরই সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের স্বীকৃতি দিতে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক ফারুক হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন চিত্রনায়ক নিরব।