ইউটিউবার থেকে নায়ক বানিয়েছি: শামীমকে নিয়ে মুখ খুললেন অহনা
ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে কনটেন্ট তৈরি করে পরিচিতি লাভ করার মাধ্যমে ছোটপর্দায় কাজের সুযোগ পান শামীম হাসান সরকার। তবে মেধা ও অভিনয়গুণে অল্পতেই সাড়া ফেলেন তিনি। অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। কিন্তু ছোটপর্দায় কাজ করতে গিয়ে এরইমধ্যে গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এর আগে কয়েকবার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানকে জড়িয়ে সংবাদে জায়গা করে নিয়েছেন শামীম হাসান সরকার। দু’জনার মধ্যে প্রেমের গুঞ্জন উঠেছিল। কয়েক দিন আগেই এ অভিনেতা জানান, অহনার সঙ্গে সাত মাসের সম্পর্কে ছিলেন তিনি। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে ‘প্রাক্তন’ নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন অভিনেত্রী। তারই প্রেক্ষিতে এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে অহনার সম্পর্কের বিষয়টিও টেনে আনেন শামীম হাসান সরকার।
এ ইউটিউবার বলেন, অহনা প্রাক্তন বলতে যার কথা দাবি করেছেন, তিনি হচ্ছেন ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। তার সঙ্গে ৬-৭ বছরের সম্পর্ক ছিল। মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম আমি, তখনও তার (মেহেদী) এর সঙ্গে রিলেশন ছিল। এ কারণেই ওর (অহনা রহমান) সঙ্গে সম্পর্ক টিকেনি আমার।
কিছুদিন আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ তুলেন। বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করে। এ ব্যাপারে নিজের বক্তব্য জানাতে গত রাত ৯টার দিকে শুটিং সেট থেকে এক সংবাদ সম্মেলনে কথা বলেন শামীম হাসান সরকার। সেখানে নিজের বিরুদ্ধে তোলা প্রিয়াঙ্কার অভিযোগ নিয়ে কথা বলতে গিয়েই অভিনেত্রী অহনা প্রসঙ্গ টেনে উল্লেখিত কথাগুলো বলেন অভিনেতা।
শামীম হাসান সরকার সংবাদ সম্মেলনে অহনাকে নিয়ে কথা বলার বিষয়টি নজর কাড়ে অভিনেত্রীর। পরে গত ৭ মে দিবাগত রাত দুইটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে অহনা লেখেন, ‘ডাবল টাইমিং? নিজের দোষ ঢাকতেই কী এমন অপবাদ দিয়েছেন?’
এবার এ অভিনেত্রী শামীম হাসান সরকারের ইউটিউবার থেকে অভিনেতা হওয়ার কথা জানালেন। বৃহস্পতিবার (৮ মে) অহনা রহমান বলেন, ও তো ইউটিউবার ছিল। ওকে আমি নায়ক বানিয়েছি। ওর কাছে যত পরিচালক আছে, তার অধিকাংশই আমার দেয়া। তাদের বলেছি আমি, আমি ছেড়ে দিলাম, তোমরা ছেড়ো না। তোমরা ছাড়লে ও কাজ করতে পারবে না। আপনি চাইলে তাদের জিজ্ঞেস করেন। ক্যারেকটার আর্টিস্ট হিসেবে সোহাগ ভাইকে জিজ্ঞেস করেন। তবেই জানতে পারবেন।
শামীম হাসান সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি বলেন, আমি বন্ধু হিসেবে ওর হাতটা ধরে কাজে আনলাম ওকে। নায়ক বানালাম। ওকে সবাই আমার কারণেই নিল। কিন্তু শেষে এই ব্যবহারের জন্যই ওর সঙ্গে আমি কাজ করা বন্ধ করেছি।
এছাড়াও ক্যারেকটার আর্টিস্টদের সঙ্গে শামীম হাসান সরকারের দুর্ব্যবহার নিয়ে কথা বলেন অভিনেত্রী অহনা। বলেন, প্রিয়াঙ্কা নামের মেয়েটি তার বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ তুলেছেন। আমার কাছে যদি এ ব্যাপারে জানতে চান তাহলে বলব, শামীম যাই করুক সে ধর্ষক না। কিন্তু হয়তো ভেবেছে ধর্ষণ শুধু শারীরিকভাবেই হয়। ধর্ষণ মুখেও করা যায়। সবার সামনে সে মেয়েটিকে গালি দিয়েছে। সে এগুলো করে। আমাদের অনেক ক্যারেকটার আর্টিস্ট আছে, যাদের সঙ্গে এমন করেছে। বিশ্বাস না হলে তাদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন। একজন ক্যারেকটার আর্টিস্ট তো তার সঙ্গে কাজ করবেন না বলে ঘোষণাও দিয়েছেন।
এ অভিনেত্রী অশ্লীল গালিকে যৌন হেনস্তা উল্লেখ করে বলেন, শামীম যে অকথ্য ভাষায় গালি দেবে, এটা কি যৌন হেনস্তার মধ্যে পড়ে না? প্রিয়াঙ্কা একজন মেয়ে বলে সে কিছুই বলতে পারছে না। শামীমের জন্য কত ক্যারেকটার আর্টিস্ট হেনস্তা হয়েছে। এর আগে একজনকে চড় মেরে কান দিয়ে রক্ত বের করে ফেলেছিল সে। প্রোডাকশন বয়ের শরীরে চা ছুড়ে মেরেছিল।