সীমান্তে উত্তেজনার মধ্যেই 'অপারেশন সিঁদুর' সিনেমার ঘোষণা, সমালোচনার ঝড়

ছবিঃ সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে বলিউডে 'অপারেশন সিঁদুর' নামে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এই সিনেমাটি ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর'-এর উপর ভিত্তি করে তৈরি হবে, যা ৬ ও ৭ মে রাতে পরিচালিত হয়েছিল। এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

 

নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ার যৌথভাবে এই চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দিয়েছে। পরিচালক হিসেবে থাকছেন উত্তম মাহেশ্বরী। সিনেমার প্রথম পোস্টারে দেখা যায়, একজন নারী সৈনিক ইউনিফর্ম পরে রাইফেল হাতে সিঁদুর পরছেন। পটভূমিতে রয়েছে ট্যাংক, কাঁটাতারের বেড়া এবং উড়ন্ত যুদ্ধবিমান।

 

সিনেমার ঘোষণার পরপরই এটি সমালোচনার মুখে পড়ে। কংগ্রেস সাংসদ শশী থারুর মন্তব্য করেন, 'সিঁদুরের রঙ রক্তের রঙের মতোই', যা পহেলগাম হামলায় নিহতদের স্মরণ করিয়ে দেয়। পরিচালক উত্তম মাহেশ্বরী সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়ে বলেন, 'এই সিনেমার ঘোষণা দিয়ে যদি কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।'

 

এই সিনেমার ঘোষণার পর বলিউডের ১৫টি প্রযোজনা সংস্থা 'অপারেশন সিঁদুর' নামটি নিবন্ধনের জন্য আবেদন করেছে। অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে আকর্ষ কুমার, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, শ্রদ্ধা কাপুর, মোহনলাল, আর মাধবন, সামান্থা প্রভু ও রজিনীকান্ত এই অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন।

 

'অপারেশন সিঁদুর' সিনেমাটি বলিউডে সাম্প্রতিক সামরিক অভিযানের উপর ভিত্তি করে তৈরি হওয়া একটি চলচ্চিত্র, যা ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি করেছে। পরিচালক ও প্রযোজকরা যদিও ক্ষমা প্রার্থনা করেছেন, তবুও এই সিনেমাটি নিয়ে আলোচনা ও সমালোচনা চলমান রয়েছে।