মানচিত্র থেকে পাকিস্তানকে সরাতে হবে, কঙ্গনার বিস্ফোরক দাবি

ছবি: সংগৃহীত

পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ দাবি কঙ্গনা রানাউতের, সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক

সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি পাকিস্তানকে "সন্ত্রাসবাদীতে ভরা জঘন্য দেশ" উল্লেখ করে তা বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার দাবি জানিয়েছেন।


শনিবার (১০ মে) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, “আরশোলা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ... এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।” তার এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।


ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে বলিউডের আরও অনেক তারকাকেই পাকিস্তানবিরোধী মন্তব্য করতে দেখা গেছে। অনেকেই সেনাবাহিনীর প্রতি সমর্থনে প্রকাশ্যে স্ট্যাটাস দিয়েছেন। অন্যদিকে, পাকিস্তানের পক্ষে বক্তব্য দেওয়া বা সহানুভূতি জানানোয় অভিনেত্রী মাহিরা খান ও অভিনেতা ফাওয়াদ খান ট্রোলের মুখে পড়েছেন ভারতে।


এদিকে, কঙ্গনার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হলেও বক্স অফিস বা ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। এতে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন ও পরিচালনার দায়িত্বে ছিলেন। বর্তমানে কঙ্গনার হাতে ‘Be The Evil’ নামে একটি প্রজেক্ট ছাড়া আর কোনো বড় মাপের সিনেমার ঘোষণা নেই।