আসছে মা দিবস, হৃদয় ছুঁয়ে যাওয়া উপহারে মায়ের মুখে হাসি ফোটান

বিশ্বজুড়ে মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় মা দিবস। ২০২৫ সালে দিবসটি উদযাপিত হবে ১১ মে, রোববার। বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ নানা উপায়ে মাকে সম্মান জানানোর প্রস্তুতি নিচ্ছেন—কেউ উপহার দিয়ে, কেউ মায়ের প্রিয় রান্না করে বা ঘুরতে নিয়ে গিয়ে স্মৃতি রোমন্থনের মাধ্যমে।


এই দিনে সামাজিক মাধ্যমেও চলছে আবেগঘন স্মৃতি ও ভালোবাসা ভাগাভাগি করার ঢল। #মা_দিবস২০২৫ হ্যাশট্যাগে ছড়িয়ে পড়ছে অসংখ্য ছবি ও ভিডিও।

বিশেষজ্ঞরা বলছেন, মা দিবস শুধু একটি দিন নয়—এটি প্রতিদিন মায়ের প্রতি ভালোবাসা ও দায়িত্বের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

মা দিবস শুধু উপহারের দিন নয়—এটি মায়ের মুখে একটুখানি হাসি ফোটানোর দিন। যাঁরা নিঃস্বার্থভাবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। তাই আসন্ন মা দিবস ২০২৫-এ আসুন, আমরা প্রতিজ্ঞা করি—প্রতিটি দিনই হোক মা দিবস, প্রতিটি মুহূর্তেই থাকুক মায়ের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা।