অপারেশন সিঁদুর: বলিউডে দ্রুত সিনেমা নির্মাণ নিয়ে সমালোচনা

সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারত "অপারেশন সিঁদুর" নামে সামরিক অভিযান শুরু করলে, বলিউডে সেই অভিযানকে কেন্দ্র করে সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়। অভিযানের মাত্র দুই দিনের মধ্যে একটি প্রযোজনা সংস্থা সিনেমার পোস্টার প্রকাশ করলে সমালোচনার ঝড় ওঠে। এই বিতর্কের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চান সিনেমার পরিচালক উত্তম মাহেশ্বরী।

 

ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার পর্যন্ত বলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থা "অপারেশন সিঁদুর" নামে অন্তত ১৫টি সিনেমার নাম নিবন্ধন করেছে। এর মধ্যে নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কনটেন্ট ইঞ্জিনিয়ারস নামে দুটি প্রযোজনা সংস্থা দ্রুত সিনেমা নির্মাণের ঘোষণা দেয় এবং একটি পোস্টার প্রকাশ করে। ছবিটি পরিচালনা করছিলেন উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা।

 

পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে সিনেমা ঘোষণাকে "অমানবিক" ও "অপ্রয়োজনীয়" বলে মন্তব্য করেন।

 

সমালোচনার জবাবে পরিচালক উত্তম মাহেশ্বরী বলেন, "ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বে অনুপ্রাণিত হয়ে 'অপারেশন সিঁদুর' সিনেমার ঘোষণা দিয়েছিলাম। তবে কারও অনুভূতিতে আঘাত দেওয়ার ইচ্ছা ছিল না। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই সিনেমার উদ্যোগ নিয়েছিলাম, খ্যাতি বা অর্থ উপার্জনের জন্য নয়। যদি কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।"

 

এই বিতর্কের পর সিনেমার পোস্টার সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়।

 

যুদ্ধকালীন বাস্তবতা নিয়ে বলিউডে দ্রুত সিনেমা নির্মাণ নতুন নয়, তবে এবার পরিস্থিতি বেশ সংবেদনশীল হওয়ায় সমালোচকরা এই পদক্ষেপকে "অসময়োচিত" এবং "সংবেদনশীলতায় আঘাত হানে" বলে অভিহিত করেছেন।

 

বর্তমানে নির্মাতারা কিছুটা পেছনে সরে গেলেও সিনেমাটি আদৌ নির্মিত হবে কি না বা অন্য প্রযোজনা সংস্থাগুলো কী অবস্থান নেবে, তা এখনও অনিশ্চিত।