'অপারেশন সিঁদুর' পোস্টার নিয়ে বিতর্ক, পরিচালকের ক্ষমা চাওয়া
লিউডে সাম্প্রতিক সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর' নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে বিতর্কের মুখে পড়েছেন পরিচালক উত্তম মাহেশ্বরী। কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের পাল্টা অভিযানের মাত্র দুই দিনের মাথায় 'অপারেশন সিঁদুর' নামে সিনেমার পোস্টার প্রকাশ করেন তিনি। এই পদক্ষেপ সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
সিনেমার পোস্টারে দেখা যায়, এক নারী সৈনিক কপালে সিঁদুর দিচ্ছেন, পেছনে যুদ্ধবিমান ও ট্যাংকের দৃশ্য। এই পোস্টার প্রকাশের পর নেটিজেনরা নির্মাতাদের 'নির্লজ্জ' ও 'লোভী' আখ্যা দিয়ে সমালোচনা করেন। তাদের মতে, সংবেদনশীল সময়ে এমন উদ্যোগ অমানবিক এবং বাণিজ্যিক উদ্দেশ্যপ্রণোদিত।
সমালোচনার মুখে পরিচালক উত্তম মাহেশ্বরী সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেন, "ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বপূর্ণ অভিযানের প্রেক্ষিতে অনুপ্রাণিত হয়ে 'অপারেশন সিঁদুর' নামের একটি সিনেমা ঘোষণা করেছিলাম। কারও অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি"।
তিনি আরও জানান, সিনেমাটি খ্যাতি বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে নয়, বরং জাতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে নির্মাণের পরিকল্পনা ছিল। তবে তিনি বুঝতে পারছেন, এই সংবেদনশীল সময়ে এমন ঘোষণা কারও মনে কষ্টের উদ্রেক করতে পারে।
এই ঘটনার পর, পরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সিনেমার পোস্টার সরিয়ে নিয়েছেন এবং সিনেমার প্রচার নিয়ে কিছুটা পিছু হঠার ইঙ্গিতও দিয়েছেন।
উল্লেখ্য, বলিউডে ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে সিনেমা নির্মাণ নতুন কিছু নয়। তবে এবারের দ্রুত পদক্ষেপ ঘিরে সমালোচকরা বলছেন, সেনা অভিযান নিয়ে তাৎক্ষণিকভাবে সিনেমা বানানো না শুধু অসময়োচিত, বরং দেশের সংবেদনশীলতাকেও আঘাত করে ।