মা দিবসে পর্দার মায়েরা: দিলারা জামান ও ডলি জহুরের মমতাময়ী রূপ
আজ আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে, পর্দার মায়ের চরিত্রে অভিনয় করা দুই কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান ও ডলি জহুরের কথা স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা বাস্তব জীবনে সন্তানদের সঙ্গে না থাকলেও, পর্দার সন্তানদের মায়ায় আবদ্ধ।
দিলারা জামান দুই মেয়ে নিয়ে একা থাকেন। সন্তানরা বিদেশে স্থায়ী হলেও, তিনি দেশে ফিরে এসেছেন। তিনি বলেন, "বাংলাদেশের সহস্র ছেলেমেয়ে আমাকে মা বলে ডাকে। এটাই আমার কাছে আনন্দের।" ২০২৩ সালে পর্দায় মায়ের চরিত্রে অভিনয়ের জন্য তিনি মা পদকে সম্মানিত হন।
ডলি জহুরের একমাত্র সন্তান রিয়াসাত অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছেন। মায়ের প্রতি ভালোবাসা ও দেশের মানুষের স্নেহের কারণে তিনি বিদেশে স্থায়ী হতে পারেননি। তিনি বলেন, "এখানে একা পড়ে আছি সবার ভালোবাসার টানে।" এ বছর তিনি মা পদকে সম্মানিত হচ্ছেন।
এই দুই অভিনেত্রী আন্তর্জাতিক মা দিবসে পর্দার সন্তানদের মায়ায় আবদ্ধ, যা তাঁদের জীবনের এক অনন্য দিক।