সরকার সমালোচনায় ভয় পান বলিউড তারকারা: জাভেদ আখতার

জাভেদ আখতার । ছবি: সংগৃহীত

দুই-একজন ব্যতিক্রম আছেন বটে; তবে বেশির ভাগ বলিউড তারকার আচরণই যেন অনুমিত। সরকারের সমালোচনা তো দূর, সমসাময়িক বিভিন্ন বিষয়েও তাঁদের সোচ্চার হতে দেখা যায় না। কিছুদিন আগে নিজের সিনেমা মুক্তির আগে অভিনেত্রী বিদ্যা বালান স্বীকার করেছেন, এখন তিনি কথা বলতে ভয় পান। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে কে কীভাবে তাঁর মন্তব্য নেন, এটা নিয়ে সংশয় কাজ করে। সম্প্রতি কপিল সিব্বালের ইউটিউব চ্যানেলে হাজির হয়েছিলেন গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতার। বলিউড তারকাদের চুপ থাকা নিয়ে সবিস্তার কথা বলেছেন তিনি।

জাভেদ আখতার বলছেন, ভারতীয় চলচ্চিত্রজগতের মানুষজন সরকারের সমালোচনা করতে ভয় পান; কারণ, এর জের ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সিবিআই বা আয়কর দপ্তরের হানা পড়তে পারে।

এই ভয়ের সংস্কৃতি থাকায় অনেকেই নীরব থাকেন। তিনি বলেন, ‘মেরিল স্ট্রিপ যেমন প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করেছিলেন, তেমনটা ভারতীয় শিল্পীরা সহজে করতে পারেন না; কারণ, সে ক্ষেত্রে ভয় থেকে যায়, কোনো তদন্ত সংস্থা হানা দেবে না তো?’

জাভেদ আখতার বলেন, ‘মেরিল স্ট্রিপ (যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে) একটি বিবৃতি দিয়েছিলেন। কিন্তু তাঁর বাড়িতে তো কোনো আয়কর হানা হয়নি। এ ভয়টা সত্যিই আছে কি না, সে বিতর্কে যেতে চাই না। তবে এই ধারণা, এই সন্ত্রাস মনে বাসা বাঁধলে কেউই আর সাহস দেখাতে পারে না। সবাই ভয় পায় যদি পুরোনো নথিপত্র খতিয়ে দেখা হয়, তদন্ত শুরু হয়।’

জাভেদ আখতার আরও বলেন, ‘এ ভয়টাই মুখ বন্ধ করে দেয় অনেকের। তবে এ জন্য তিনি অন্যদের দোষারোপ করেন না। বলিউডের প্রথম সারির তারকারাও নীরব থাকলেও তিনি তাঁদের সমালোচনা করেন না।’

আখতার বলেন, চলচ্চিত্রজগৎ মূলত একটি বিনোদন দুনিয়া হলেও এই পেশার মানুষেরা সমাজের অংশ। ফলে বাইরের দুনিয়ায় যে চাপ থাকে, সেটাই তাঁরা ভেতরেও অনুভব করেন। পার্থক্য শুধু একটাই—তাঁদের দৃশ্যময়তা অনেক বেশি।
উল্লেখ্য, ২০১৭ সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা নিতে গিয়ে মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন।