আমাদের কোনো প্রভু নাই আমাদের প্রভু দেশের মধ্যেই দেশের জনগণ: টিপু
ইসলামের নামে একটি দল আমাদের সামনে আছে যারা এ দেশকে ধারণ করে না। যারা অন্য একটি রাষ্ট্রকে ধারণ করে, তাদের রাজনৈতিক চিন্তা সেই রাষ্ট্রের বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
শনিবার (৮ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির আয়োজনে পৌরসভা অডিটরিয়ামে তারেক রহমানের ঐক্যের ডাক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রওনাকুল ইসলাম টিপু তার বক্তব্যে আরো বলেন, ‘ইসলামের নামে একটি দল বিভিন্নভাবে ধর্মের কথা বলে বলে আমাদের লোকজনকে আমাদের মা বোনকে তাদের দলের ধর্মীয় আদর্শ দেখানোর চেষ্টা করছে। জাতীয়তাবাদ জাতীয়তা বোধ যাদের মধ্যে আছে তাদের বিচ্ছিন্ন করতে পারবে না কেউ।
আমাদের ধর্ম আমরা পালন করব উল্লেখ করে বিএনপির এই নেতা আরো বলেন, কারও কথায় বিভ্রান্ত হবেন না প্রলোভনে পা দেবেন না। আমাদের দেশের থেকে তাদের বিদেশিদের প্রতি দায়বদ্ধতা বেশি। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। আমাদের কোনো প্রভু নাই। আমার নেতা বলেছেন আমাদের কোনো প্রভু নাই আমাদের প্রভু দেশের মধ্যেই দেশের জনগণ।’
উল্লেখ্য কর্মীসভার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সদস্য শেখ হাসানুল কবির লীন, সদস্য মো. জাকির হোসেন রোকন। কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। সঞ্চানলনা করেন সদস্য সচিব মো. মনির হোসেন আকন।