কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য চিঠি

মতবিনিময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরেছবি: প্রথম আলো

বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথিপত্রসহ চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিদেশে পলাতকদের এই আসামিদের বিচারের আওতায় আনতে আজ বৃহস্পতিবার এসব নথিপত্র পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সঙ্গে আজ দুপুরে এক মতবিনিময়কালে এই তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মতবিনিময় সভাটি আয়োজন করে চিফ প্রসিকিউটর কার্যালয়। মতবিনিময়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘একটু আগে এটা (নথিপত্রসহ চিঠি) আমরা পাঠিয়েছি।’