মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাকির খান

এদিকে নারায়ণগঞ্জের আলোচিত রাজনৈতিক নেতা জাকির খান মুক্তি পাবে এমন সংবাদে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী জেলগেটে হাজির হতে থাকে। সময় বাড়ার সাথে সাথে নারায়ণগঞ্জ কারাগারের রাস্তায় জনস্রোত পরিনত হয়। এমনকি জাকির খানকে বরণ করতে জেলগেটে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানচলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তার আত্মীয়-স্বজন ও নেতাকর্মীরা জেলগেট থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তিনি বিএনপি ও ফিলিস্তিনের পতাকা হাত নিয়ে নেড়ে আনন্দ প্রকাশ করেন। পরে নেতাকর্মীদের নিয়ে পুরো শহরে শোডাউন দেন। এমনকি তাকে নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করলেও তিনিও নেতাকর্মীদের ফুলের পাপড়ি ছুটিয়ে ভাল বাসা ভাগাভাগি করে নেন।