পুলিশ জানায়, শনিবার গভীর রাতে জালগাঁও এলাকায় সুমনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর থেকে একটি লাইসেন্সবিহীন এয়ারগান, ২৭টি বুলেট, পাঁচটি দেশীয় তৈরি অস্ত্র ও একটি ২২০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আমিনুর রহমান বলেন, লালমাই আর্মি ক্যাম্প, লালমাই থানা ও ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সুমন এসব অস্ত্র ব্যবহার করে লোকজনকে ভয়ভীতি দেখাতেন।
এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।