রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে আবার জিতব: সাকিব
মাত্র ছয় মাসের রাজনৈতিক ক্যারিয়ার, তাতেই ওলট-পালট সাকিব আল হাসানের জীবন। গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বির্তকিত ছবি এবং দর্শকের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে নিজের পথটাকে আরও কঠিন করেছেন সাকিব নিজেই। অভ্যুত্থান–পরবর্তী সময়ে সাকিবের বিরুদ্ধে দায়ের হয়েছে হত্যা মামলা। সামনে এসেছে তাঁর দুর্নীতির খবরও।
সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকার সাকিব কথা বলেছেন তাঁর রাজনৈতিক জীবন নিয়ে। সাকিব মনে করেন, তাঁর রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না এবং এখন যদি আবার নির্বাচনে অংশ নেন, তবে তিনিই জিতবেন।