আ. লীগ রাস্তায় নামছে কিভাবে, প্রশ্ন হানিফের

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় ফের ঝটিকা মিছিল করেছে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ। আজ শুক্রবার ঢাকা-১৮ সংসদীয় এলাকা উত্তরায় মিছিল করে দলটির অর্ধশতাধীক নেতাকর্মী।

মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

পতিত আওয়ামী লীগের এমন ঝটিকা মিছিলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। শুক্রবার এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি তার পোস্টে বলেন, গণহত্যাকারীরা শুরুর দিকে রাস্তায় নামতে সাহস পায়নি। মাস কয়েক পর ৫-১০ রাস্তায় নেমেছেন, এরপর ১০-২০ জন, এখন ৫০-১০০ জন।

যদিও এরা পালিয়ে মিছিল করেন। কিন্তু কথা হচ্ছে এরা রাস্তায় নামছে কিভাবে? কারা তাদের প্রশ্রয় দিচ্ছে?

 

তিনি প্রশ্ন রেখে বলেন, গণহত্যাকারীদের রাস্তায় নামার সুযোগ করে দিয়ে কিসের সংস্কার করছে সরকার?