বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে থাইল্যান্ডভিত্তিক এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (এএনএফআরইএল) প্রতিনিধিদল।
শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে ৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস।
এএনএফআরইএল নির্বাচন পর্যবেক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং প্রচারণা ও অ্যাডভোকেসিসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে।