বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ও জামায়াত যেভাবে গত ১৬ বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবেই সামনে যেকোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন নিরপেক্ষ হতে পারে না- মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৫ বছর আমাদের নেতাদের হত্যা করে খুনি হাসিনা ও তাঁর সহযোগীরা দেশকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছেন, তাঁদের বিচার হতে হবে। বিচার দৃশ্যমান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এবং জামায়াতে ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।