জামায়াতের পিছনে যারা বাঁশ দেয় তাকেই তাদের ভালো লাগে

জামায়াত ইসলামীর একটা রাজনৈতিক কৌশল দেখলাম এদের পিছনে যে বাঁশ ঢুকায় তাকেই তাদের ভালো লাগে বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

বৃহস্পতিবার রাতে নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস।

ইলিয়াস তার পোস্টে বলেন, খালেদ মহিউদ্দিন এতো বাঁশ দেয় তারপরেও ধারাবাহিকভাবে তার টকশোতে জয়েন করছে। খালেদ মহিউদ্দিনের DW থেকে চাকরি যাবার পর সে ঠিকানা নামে নিউইয়র্কের ফ্রী পত্রিকাতে চাকরি নিয়েছে! বিভিন্ন বাঙালী দোকানে পত্রিকা ফেলে রাখা হয় পাবলিক সেই পত্রিকা দিয়ে শরীরে ময়লা লাগলে পরিস্কার করে।

এরকম একটা সাপ্তাহিক পত্রিকাকে প্রথম প্রমোট করে জামায়েতের আমির তারপর থেকে দলটির বিভিন্ন নেতারা এই রাস্তার পত্রিকার ইউটিউব টকশোতে অংশ নিচ্ছে উল্লেখ করে আরো বলেন, যেখানে তাদেরকে বারবারই অপমান করা হয়। খালেদ মহিউদ্দিনের মতো একজন কট্টর ইসলাম বিরোধীকে প্রমোট করে জামাত ইসলাম নিজেদের পাছায় যে নিজেরাই বাঁশ ঢুকাচ্ছে সেটা কদিন পরে বুঝবে। কারণ এই ইউটিউব চ্যানেলটি যত বড় হবে ততই আমাদের দেশের জন্যে ক্ষতির কারণ হবে।