তথ্য গোপন করে শাস্তি পেলেন ছাত্রদল নেতা

তথ্য গোপনের অভিযোগে নোয়াখালী জেলার ভুলুয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রাব্বিকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

সংগঠনের সভাপতি দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মার্চ নোয়াখালী জেলা শাখার অধীন ভুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রাব্বির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।