সংস্কার আটকালে জনতা আবারো রাজপথে নামবে
সংস্কার আটকালে জনতা আবারো রাজপথে নামবে বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ।
আজ শনিবার (১৯ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মাধ্যমে সাইফ এ মন্তব্য করেন।
সাইফ তার পোস্টে বলেন, একটি পরিবার বা গোষ্ঠীর স্বার্থে দেশের সংস্কার আটকালে হাজারো শহীদ আহতদের পরিবার , জনতা আবারও রাজপথে নামবে।