পিছু হটছে ভারতীয় বাহিনী, কাশ্মীর সীমান্তে প্রচণ্ড গোলাগুলি,

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে।

সামরিক সূত্রের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তাদের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এর জবাবে ভারতের সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়েছে।

বিভিন্ন সূত্র আরও দাবি করেছে, ভারতের নিরাপত্তা বাহিনী জবাব দিয়েছে। তবে গোলাগুলির ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। একটি সূত্র জানায়, পাকিস্তানি সেনাদের তোপের মুখে ভারতীয় সেনারা পিছু হঠতে বাধ্য হয়।

ভারত ও পাকিস্তানের সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে।

সামরিক সূত্রের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তাদের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এর জবাবে ভারতের সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়েছে।

বিভিন্ন সূত্র আরও দাবি করেছে, ভারতের নিরাপত্তা বাহিনী জবাব দিয়েছে। তবে গোলাগুলির ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। একটি সূত্র জানায়, পাকিস্তানি সেনাদের তোপের মুখে ভারতীয় সেনারা পিছু হঠতে বাধ্য হয়।