পাকিস্তানে বোমা হামলা, নিহত ৭ আহত ২১

পাকিস্তানে বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন|ছবি - সংগৃহীত

 

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় সোমবার (২৮ এপ্রিল) বিকেলে স্থানীয় শান্তি কমিটির অফিসে বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি হামলাটি আত্মঘাতী বিস্ফোরণ নাকি রিমোট-নিয়ন্ত্রিত বিস্ফোরণ। তারা জানিয়েছে, শাকাই তহসিল শান্তি কমিটির চেয়ারম্যান সাইফুর রহমানের সভাপতিত্বে সেখানে একটি সভা চলছিল, তখনই বোমাটি বিস্ফোরিত হয়।

 

স্থানীয় পুলিশ কর্মকর্তা উসমান খান ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘স্থানীয় নেতা সাইফুর রহমান তার গেস্টহাউসে একটি জিরগা (সভা) করছিলেন। ঠিক সেই সময় বোমা বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে সাতজন নিহত এবং আরো ২১ জন আহত হন।’

 

তিনি আরো বলেছেন, ‘বিস্ফোরণের ধরন এখনো স্পষ্ট নয়।’

 

শান্তি কমিটির সদস্যসহ আহতদের তাৎক্ষণিকভাবে ওয়ানার জেলা সদর দফতর (ডিএইচকিউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিস্ফোরণে সাইফুর রহমানও গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে একাধিক সূত্র জানিয়েছে।

 

পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে এবং বিস্ফোরণস্থলে আলামত পেতে তদন্তকারীরা অনুসন্ধান করছেন।

 

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘বিস্ফোরণের ধরন তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি এবং এটি আত্মঘাতী হামলা নাকি দূর-নিয়ন্ত্রিত বিস্ফোরণ তা নির্ধারণের জন্য তদন্ত চলছে।’

 

বিস্ফোরণের পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং ওই এলাকার বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়। দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার বলেছেন, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।