ভোররাতে ভয়াবহ আগুনে পুড়ল হোটেল, প্রাণ গেল ১৪ জনের

কলকাতার এসপ্ল্যানেড এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া হোটেল ভবন। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন, আহত হয়েছেন আরও ২০ জনের বেশি।
মঙ্গলবার ভোররাতে শহরের ব্যস্ত এলাকা এসপ্ল্যানেডের কাছাকাছি একটি পুরোনো বহুতল হোটেলে আগুন লাগলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

 

হোটেলটির অধিকাংশ অতিথি ছিলেন শহরের বাইরের যাত্রীরা। অনেকে ঘুমিয়ে ছিলেন, কেউ কেউ নিচে নামার চেষ্টাকালে ধোঁয়ার কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে পড়েন।
নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, তারা এসএসকেএম ও আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন।

 

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে তদন্ত চলছে।
হোটেলটিতে অগ্নি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা ছিল না, এমন অভিযোগ উঠেছে।
স্থানীয়রা বলছেন, হোটেলটি দীর্ঘদিন ধরেই অবহেলিত ছিল, অনেকবার সতর্ক করা হলেও মালিকপক্ষ ব্যবস্থা নেয়নি।

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে দুই লক্ষ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।
তদন্তে গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

 

এই দুর্ঘটনা আবারও শহরের পুরোনো হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং নজরদারির অভাবকে সামনে নিয়ে এসেছে।

জীবন বাঁচাতে নিয়ম মানা জরুরি—এটাই যেন স্মরণ করিয়ে দিল এই মর্মান্তিক অগ্নিকাণ্ড।